ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নারায়ণগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ০৮ জুন ২০২৪

নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে অশফিদ হাসান (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করে।

নিহতের বাবা মো. কামাল হোসেন জানান, আমার ছেলে খালার বাসায় বেড়াতে যায় ভুলতা গাউছিয়ায়। ওর খালাতো ভাইয়ের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিঁটকে পড়ে। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এমআরএম/জেআইএম