কোটা সংস্কার আন্দোলন
আহতদের দেখতে ঢামেকে প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৬ জুলাই) বিকেলে ঢামেক যান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন।
আরও পড়ুন
- ঢাকায় ২০৯ মামলায় গ্রেফতার ২৩৫৭
- জনমনে স্বস্তি ফিরছে, রয়ে গেছে ক্ষত
- আয়-রোজগারে ভাটা, আতঙ্ক কাটছে না বাড্ডাবাসীর
এর আগে সকালে বিটিভি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার মেট্রোরেল মিরপুর ১০ স্টেশন পরিদর্শন করেন তিনি।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, স্থানীয় সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসইউজে/এমআরএম/এমএস