শাহজালালে দুই কোটি টাকার স্বর্ণসহ আটক ১
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালিয়ে ৩৬টি সোনার বারসহ একজনকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটককৃতের নাম আনিস মিয়া (২৩)। সোমবার সকাল ১১টার দিকে দুবাই থেকে আসা একটি বিমান থেকে নামার পর তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে বিমান বন্দর কাস্টমস অফিস।
দুবাই এয়ারলাইন্সের দুবাই-ঢাকা-চট্টগ্রামের বিজি-০৪৮ বিমানে যাত্রীর জুতা ও কাপড়ের ভিতর থেকে সোনার বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য দুই কোটি ২০ লাখ টাকা।