ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়েছে বসতঘর

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ১১:৫৫ এএম, ১৩ আগস্ট ২০২৪

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে গেছে দুটি বসতঘর। মঙ্গলবার (১৩ আগস্ট) সকল সাড়ে আটটার দিকে রাঙ্গুনিয়া থানার স্বনির্ভর ইউনিয়নের রাজখাটা গ্রামে এ ঘটনা ঘটে।

আগুনে স্থানীয় বদরুজ্জামান এবং মো. ইউসুফের বসতঘর পুড়ে গেছে। গ্যাসের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে পুড়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, পশ্চিম রাঙ্গুনিয়ার রাজখাটা গ্রামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল পৌনে ৯টায় ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপনে কাজ করে। ক্ষতিগ্রস্ত ঘরগুলো টিনের কাঁচা ঘর।

এমডিআইএইচ/এসআইটি/জেআইএম