কারারক্ষী ও বন্দীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারারক্ষী ও কারাবন্দীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। মঙ্গলবার জাতীয় কারা সপ্তাহ-২০১৪ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এর আগে সকাল ১০টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে কারাগারের ভেতরে ও বাইরে কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কারাগার কর্তৃপক্ষ।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী সকাল সোয়া ১০টায় প্যারেড মাঠ পরিদর্শন ও সশস্ত্র অভিবাদন গ্রহণ করেন। সাড়ে ১০টায় ‘কারা সপ্তাহ’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। বেলা ১১টায় কারা মেলা ও প্রদর্শনীকেন্দ্র উদ্বোধন ও পরিদর্শন করবেন।
এছাড়া ১১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর দরবার অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কারাগারের প্রবেশপথ ও প্রধান ফটকে লাগানো হয়েছে বিভিন্ন রঙের পতাকা ও ফেস্টুন।