ঢাকাসহ ৪ বিভাগে ভারী বৃষ্টির আভাস
বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাব এখনো কাটেনি। আবারও দেশের চারটি বিভাগে ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। রোববার (১৫ সেপ্টেম্বর) এক সতর্কবার্তায় ভারী বৃষ্টিপাতের এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, স্থল গভীর নিম্নচাপের প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
গত চারদিনের টানা বৃষ্টিতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এছাড়া খুলনা ও চট্টগ্রামে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। টানা দুদিন বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকাতেও। এতে দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী।
এর আগে আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে জানানো হয়েছিল, বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এ অবস্থায় সোমবার থেকে সারাদেশে বৃষ্টিপাত কমে গরম বাড়তে পারে।
আরএএস/এমকেআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ কফিন দক্ষিণ প্লাজায় নয়, থাকবে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিমে
- ২ খালেদা জিয়ার মৃত্যুতে জাপানের প্রধানমন্ত্রী-পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ৩ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী
- ৪ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নয়, আসছেন স্পিকার আয়াজ সাদিক
- ৫ খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা