বনানীর সুইটড্রিম হোটেল থেকে ১৯৬৮ বোতল মদ-বিয়ারসহ গ্রেফতার ৫
রাজধানীর সুইটড্রিম প্রাইভেট লিমিটেড নামের একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে হোটেলটিতে ৯৮৪ বোতল বিদেশি মদ ও ৯৮৪ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে। এসময় ৫ জনকে গ্রেফতার করেছে সংস্থাটি।
গ্রেফতাররা হলেন- মো. আলমগীর হোসেন (৫৩) ,মো. হাবিবুর রহমান (২৬), মো. সোহাগ মন্ডল (৩৫), মো. রিফাত মামুন (২৬) ও মো. গোলাম কিবরিয়া রনি (২৮)।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপপরিচালক শামীম আহম্মেদ এসব তথ্য জানান।
শামীম আহম্মেদ জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বনানীর সুইটড্রিম হোটেলের বেজমেন্ট ও ষষ্ঠ তলার সিড়ি সংলগ্ন কক্ষে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ জব্দ করা হয়। অভিযানে ৯৮৪ বোতল বিদেশি মদ ও ৯৮৪ ক্যান বিয়ার এবং মাদক বিক্রির ৪ লাখ ৪২ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ সময় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান শামীম আহম্মেদ।
টিটি/এমএএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ কফিন দক্ষিণ প্লাজায় নয়, থাকবে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিমে
- ২ খালেদা জিয়ার মৃত্যুতে জাপানের প্রধানমন্ত্রী-পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ৩ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী
- ৪ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নয়, আসছেন স্পিকার আয়াজ সাদিক
- ৫ খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা