ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব হলেন ফয়েজ আহম্মদ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১১:৫৭ এএম, ০৫ ডিসেম্বর ২০২৪

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব নিয়োগ পেয়েছেন সাংবাদিক ফয়েজ আহম্মদ। তাকে চুক্তিতে এই নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) পঞ্চম গ্রেডভুক্ত বেতনে তিনি এ নিয়োগ পেয়েছেন।

প্রধান উপদেষ্টা উপ-প্রেস সচিবের শূন্য পদের বিপরীতে ফয়েজ আহম্মদ এ নিয়োগ পেয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ফয়েজ আহম্মদ ইংরেজি দৈনিক নিউ এজে সাংবাদিক হিসেবে কর্মরত রয়েছেন।

আরএমএম/বিএ/এএসএম