ওয়ার্ল্ড ভিশনের বাংলাদেশ প্রধান হচ্ছেন ফ্রেড উইটিভিন
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ফ্রেড উইটিভিন। সংস্থটির ১৩তম প্রধান হিসেবে আগামী মঙ্গলবার দায়িত্ব গ্রহণ করবেন নবনিযুক্ত এই কর্মকর্তা। রোববার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে সফলভাবে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে কানাডার নাগরিক ফ্রেডের। নন-প্রফিট ম্যানেজমেন্ট এবং লিডারশিপের উপরে ব্যবসা প্রশাসন বিষয়ে কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকত্তোর ডিগ্রি অর্জন করেছেন তিনি।
২০০৬ সাল থেকে সিনিয়র ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসেবে দুই বছর কাজ করেছেন ভি ডাব্লিউ কনসালটিং নামের একটি প্রতিষ্ঠানে। এরপর ন্যাশনাল ডিরেক্টর হিসেবে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড রিনিউ, কেনিয়াতে পাঁচবছর কর্মরত ছিলেন। ফ্রেড উইটিভিন ২০১৩ সাল থেকে ওয়ার্ল্ড ভিশন ইন্টারন্যাশনালের সঙ্গে বিভিন্ন দেশে কর্মরত ছিলেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ একটি খ্রীস্টিয়ান মানবিক উন্নয়ন সংস্থা। শিশু ও তার পরিবার এবং সমাজ থেকে দারিদ্র্য এবং অবিচার দূরীকরণের লক্ষ্যে সংস্থাটি কাজ করে যাচ্ছে। সংস্থাটি জাতি, ধর্ম, বর্ণ ,গোত্র, নারী-পুরুষ নির্বিশেষ বিশ্বব্যাপী দারিদ্র্য ও সবচেয়ে দুর্দশাগ্রস্থ শিশু এবং সমাজের জন্য সেবা প্রদানে নিবেদিত।
এমইউ/এসকেডি/পিআর