ট্রেন চলাচল বন্ধ
কর্মবিরতি চলবে, আলোচনার পথ খোলা রয়েছে
বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা সংক্রান্ত সমস্যার সমাধানের দাবিতে সারা দেশে কর্মবিরতি শুরু করেছেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। দাবি মেনে নেওয়া না পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন শ্রমিকরা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ রেলওয়ে গার্ড কাউন্সিল ঢাকা শাখার সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কমলাপুর স্টেশন শাখার সভাপতি নাজমুল হাসান অপু।
আরও পড়ুন:
- অনিশ্চিত ট্রেন যাত্রা, কমলাপুরে যাত্রী ভোগান্তি
পরিস্থিতি পর্যবেক্ষণে কমলাপুর যাচ্ছেন রেল উপদেষ্টা
ট্রেনের যাত্রা বাতিল হলে টিকিটের টাকা ফেরত পাবেন যাত্রীরা
তিনি বলেন, আমরা যৌক্তিক দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। রেলভবনে ৯০টির মতো মিটিং করেছি। কিন্তু কোনো কাজ হয়নি। আমরা দাবির বিষয়ে অনড়। যতক্ষণ পর্যন্ত দাবি মেনে নেওয়া না হবে আমরা কর্মবিরতি চালিয়ে যাবো। তবে কর্ম বিরতির সঙ্গে আলোচনার পথও খোলা রয়েছে। আমরা আলোচনায় বসতে প্রস্তুত।
তিনি আরও বলেন, আমরা জনগণকে কষ্টে রেখে আন্দোলন করতে চাই না। কিন্তু এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এটা আমাদের রুটি-রুজির বিষয়। সরকার চাইলে আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারে। তবে আমাদের দাবি মেনে নিতে হবে। দাবি মেনে নিলে এখনই ট্রেন চলাচল শুরু হবে।
এনএস/এসএনআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার
- ২ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ৩ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৪ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার
- ৫ রাজধানীতে ছাদবাগানে পানি দেওয়ার সময় নিচে পড়ে বৃদ্ধা নিহত