ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ইজতেমা মাঠে সংঘর্ষ-হতাহত

ঢামেকে ৪৬ দিন চিকিৎসাধীন থাকার পর আরেকজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০১:২১ পিএম, ২৮ জানুয়ারি ২০২৫

টঙ্গীর ইজতেমা মাঠে জুবায়েরপন্থি ও সাদপন্থিদের দুই গ্রুপের সংঘর্ষে আহত আরও একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। ওই ব্যক্তির নাম মো. মিজানুর রহমান (৪১)।

সোমবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মিজানুর রহমানের।

গত (১৮ ডিসেম্বর) সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এরপর থেকেই সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত মিজানুরের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়ায়। বাবার নাম সবির উদ্দিন।

কাজী আল-আমিন/এসএনআর/জিকেএস