ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

পাইপে শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় রেলওয়ে কর্মকর্তা বরখাস্ত

প্রকাশিত: ০২:৩৭ এএম, ২৭ ডিসেম্বর ২০১৪

রাজধানীর শাহজানপুর রেলওয়ে কলোনির পরিত্যাক্ত কূপে শিশু পড়ে যাওয়ার ঘটনায় প্রকল্পটির দায়িত্বপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠনটিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

বরখাস্ত কর্মকর্তা হলেন- রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসআর হাউস। চার বছরের শিশু জিহাদ পাইপে পড়ে যাওয়ার ঘটনার পর শুক্রবার রাত দশটার দিকে রেলওয়ে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

রেলপথ মন্ত্রী মজিবুল হকের ব্যক্তিগত সহকারি মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছন। তিনি জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।