ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

তিতুমীর শিক্ষার্থীদের অবরোধ

ঢাকার সঙ্গে বেশিরভাগ জেলার রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মহাখালী রেলক্রসিং এলাকা অবরোধ করেছে। এতে ঢাকার সঙ্গে দেশের বেশিরভাগ জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে মহাখালীতে রেললাইন অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় রেললাইনেই কমলাপুর থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস আটকে যায়।

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, শিক্ষার্থীরা উপকূল এক্সপ্রেস আটকে দিয়েছে। এখন ট্রেন চলাচল বন্ধ আছে। শুধুমাত্র পদ্মা সেতু হয়ে রুট ও নারায়ণগঞ্জের লাইনটি ক্লিয়ার আছে। তবে সন্ধ্যা পর্যন্ত এই লাইনে কোনো ট্রেন নেই।

আরও পড়ুন

তিনি বলেন, শিক্ষার্থীরা মহাখালী রেল ক্রসিং অবরোধের ফলে দেশের অধিকাংশ রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। বেশিরভাগ ট্রেন এই রুট দিয়ে চলাচল করে।

এদিকে শিক্ষার্থীদের অবরোধের ফলে বর্তমানে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ রয়েছে।

এনএস/এমআইএইচএস/জেআইএম