ক্রমশ বাড়ছে তাপমাত্রা, বাড়বে গরম
ফাইল ছবি
২৭ জানুয়ারি মৃদু শৈত্যপ্রবাহের পর দেশে আর শৈত্যপ্রবাহ দেখা দেয়নি। এরপর থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আগামী তিনদিনও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এই সময়ে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
বুধবার (৫ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
এদিকে আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, ১০ ফেব্রুয়ারির মধ্যে উত্তরাঞ্চলে একবার মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। এছাড়া ফেব্রুয়ারি মাসে স্বাভাবিক যে তাপমাত্রা থাকে এ বছর এ মাসে তার চেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আরএএস/ইএ
সর্বশেষ - জাতীয়
- ১ কফিন দক্ষিণ প্লাজায় নয়, থাকবে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিমে
- ২ খালেদা জিয়ার মৃত্যুতে জাপানের প্রধানমন্ত্রী-পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ৩ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী
- ৪ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নয়, আসছেন স্পিকার আয়াজ সাদিক
- ৫ খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা