ভূমি রেজিস্ট্রেশনকে ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে একীভূত করার সুপারিশ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, ভূমি রেজিস্ট্রেশনকে আইন মন্ত্রণালয় থেকে সরিয়ে ভূমি মন্ত্রণালয়ে একীভূত করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।
ভূমি সংক্রান্ত যাবতীয় কাজ ভূমি মন্ত্রণালয় করলেও রেজিস্ট্রেশনের কাজ আইন মন্ত্রণালয় করে থাকে। ফলে ভূমি রেজিস্ট্রেশনের জন্য দুটি মন্ত্রণালয়ে দৌড়ঝাঁপ করতে হয়। কমিশন মনে করে, এক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হলে জনগণের হয়রানি বহুলাংশে কমে আসবে বলে বিশ্বাস করে কমিশন।
আজ ৫ ফেব্রুয়ারি (বুধবার) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এমইউ/এমএইচআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ বাগেরহাটে ৪ ও গাজীপুরে ৫ সংসদীয় আসন পুনর্বহাল রেখে গেজেট
- ২ প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে: ডিএমপি কমিশনার
- ৩ হাদিকে গুলি: আসামি শনাক্তের বিষয়ে যা বললেন ডিএমপি কমিশনার
- ৪ রাজধানীতে রিহ্যাবে মারামারির ঘটনায় যুবকের মৃত্যু
- ৫ স্বতন্ত্রপ্রার্থী হতে নির্বাচনি এলাকায় ১ শতাংশ ভোটার সমর্থন লাগবে