আয়নাঘর উন্মোচনের দাবিতে র্যাব-১ এর সামনে সিএআইয়ের অবস্থান
রাজধানীর উত্তরার র্যাব-১ কার্যালয়ের সামনে বিগত সরকারের ‘আয়নাঘর’ উন্মোচন ও জড়িতদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ‘কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিস’ (সিএআই) নামের একটি সংগঠন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে সিএআইয়ের ৩০ থেকে ৪০
জন সদস্য এই অবস্থান কর্মসূচি পালন করছেন।
রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করছেন।
এতে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের আহ্বায়ক শের মুহাম্মদ সাঈদ তামিম, যুগ্ম আহ্বায়ক মো. রিজওয়ান ও শাহ জামাল সজীব।
অবস্থান কর্মসূচি থেকে সংগঠনের নেতারা বলেন, র্যাবের দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। জোরপূর্বক গুমের শিকার ভুক্তভোগী এবং তাদের পরিবারকে যথাযথ পুনর্বাসন ও ক্ষতিপূরণ দিতে হবে।
তারা আরও বলেন, জোরপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মানবাধিকারের বিরুদ্ধে সংঘটিত অপরাধসংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
এ বিষয়ে র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম বলেন, তারা র্যাব-১ এর সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা আয়নাঘর দেখতে চান এবং গুমসহ বিভিন্ন বিষয়ের বিচার দাবি করছেন। তাদেরকে আমরা অনুরোধ করে বলেছি, আপনাদের অবস্থান কর্মসূচির কারণে আমাদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা সাধারণ মানুষের নিরাপত্তায় যে কাজ করি সেই কার্যক্রম ব্যাহত হচ্ছে।
তিনি বলেন, তাদের অনুরোধ করেছি আপনারা অবস্থান কর্মসূচি পালন করেন তাতে সমস্যা নাই, গেটের পাশে করেন যাতে আমরা কার্যক্রম ঠিকভাবে চালাতে পারি। তারা যে দাবি করছেন সেটা র্যাব-১ এর পক্ষে পূরণ করা সম্ভব না। কারণ আমাদের সেই এখতিয়ার নেই। এই বিষয়গুলা দেখবে গুম কমিশন এবং সরকার।
র্যাব-১ এর সিও লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল আরও বলেন, আমাদের প্রধান ফটক দিয়ে গাড়ি বের হতে পারছে না। ছিনতাইসহ রাতের বেলায় যেসব অপরাধ সংঘটিত হয় সেগুলো প্রতিরোধে টহল কার্যক্রম পরিচালনা করি। এখন আমাদের গাড়ি বের হতে পারছে না। আমাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে।
টিটি/এএমএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভনে কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ১
- ২ গণমাধ্যমের নিজস্ব ফ্যাক্ট-চেক ইউনিট চালু করা খুবই জরুরি
- ৩ ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকিটিং পদ্ধতির উদ্যোগ মালিক সমিতির
- ৪ লভ্যাংশ দেওয়ার নামে দুই কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেফতার
- ৫ আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি, পরিপত্র জারি