নতুন মাত্রায় জাগো নিউজ, লাখো বন্ধু সঙ্গী
নতুন মাত্রা ছুঁয়েছে অনলাইন নিউজপোর্টাল জাগোনিউজ২৪.কম। মাত্র ৫০ দিনের ব্যবধানে নিউজপোর্টালটি পেয়েছে নতুন ৫০ হাজার বন্ধু। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ১ লাখ বন্ধু যুক্ত হয়েছে জাগো নিউজের সঙ্গে। আনুষ্ঠানিক যাত্রা শুরুর আগেই বন্ধুদের এই ভালোবাসা ও আস্থা যেন নিউজপোর্টালে কর্মরতদের পেশাদারিত্ব ও দায়িত্বকে আরো বাড়িয়ে দিয়েছে।
নতুন যুক্ত হওয়া বন্ধুদের কাছে জাগো নিউজ পরিবার কৃতজ্ঞ। একই সঙ্গে ভার্চুয়াল পেইজের সঙ্গীদের আপডেট রাখতে সচেষ্ট থাকবে জাগো নিউজ।
এইতো সেদিনের কথা। চলতি বছরের ৯ নভেম্বর। এদিন ঠিক সন্ধ্যা ৬টায় আমরা ৫০ হাজার বন্ধু পেয়েছি। আজ ২৯ ডিসেম্বর। বিজয়ের মাস। বিজয়ের মাসে ফেসবুক ব্যবহারকারীরা আমাদের নতুন মাত্রা দিয়েছেন। ১ মাস ২০ দিন অর্থাৎ মাত্র ৫০ দিনের ব্যবধানে আরো ৫০ হাজার বন্ধু পেয়েছি আমরা।
আমরা পারি না, তা হয় না। আমাদের অনেক উদাহরণ আছে। এই কথাগুলোই বাংলাদেশির কথা, বাঙালির কথা। বাংলাদেশে এগিয়ে যাচ্ছে। গত এক দশক আমাদের দেশজ উৎপাদন-জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপরে, রপ্তানি বাড়ছে, শিল্প বাড়ছে, অর্থনীতি এখন উৎপাদন ও শিল্প নির্ভর হয়ে ওঠছে, প্রবাসী আয় বাড়ছে, রিজার্ভ বাড়ছে। এক কথায় অর্থনীতির সূচকগুলোতে বেশ সফলতা দেখিয়েছে বাংলাদেশ।
নোবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন তাঁর নিজের দেশ ভারতের তুলনায় সামাজিক সূচকে বাংলাদেশের এই সাফল্যের কথা বারবার লিখেছেন। তিনি তাঁর সর্বশেষ প্রকাশিত “অ্যান আনসারটেইন গেন্ডারি: ইন্ডিয়া অ্যান্ড ইটস কনট্রাডিকশনস” বইয়ে ভারতের তুলনায় বাংলাদেশের অগ্রগতি নিয়ে আলাদা একটি অধ্যায়ও রেখেছেন।
বাংলাদেশকে এখনো কিছু কিছু ক্ষেত্রে নতুন করে উন্নয়নের পরীক্ষাগার হিসেবে দেখা হচ্ছে। ঠিক আমাদের সামনেও কঠিন পরীক্ষা। বাংলাদেশের অনেক কিছুই তরুণরা করেছে। আমরাও পারব। আপনাকে আপডেট রাখতে কাজ করছে এক ঝাঁক তরুণ মেধাবি সংবাদকর্মী।
সব সময়ই আমাদের চেষ্টা থাকবে, একটি ভালো অনলাইন হয়ে ওঠার। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাদারির দক্ষতা, নিরপেক্ষতা আর দেশপ্রেম ও মুুক্তিযুদ্ধ যেন পথ বাতলে দিবে আমাদের আগামীর পথচলার। খারাপ সংবাদ সংবাদ মাধ্যমের জন্য ভালো সংবাদ, তা আমরা জানি। তবে উন্নয়ন সাংবাদিকতার সুন্দর চর্চা আমাদের থাকবে পাঠকের জন্য।
সাংবাদিকতার পাশাপাশি নানা রকম ভালো ব্যবসায়িক উদ্যোগের সঙ্গেও নিজেদের যুক্ত রাখব আমরা। আশাকরি, আমাদের পথ চলায়, টিকে থাকার এই চেষ্টায় আপনারা পাশে থাকবেন।
জাগো নিউজের ৫০ হাজার বন্ধু
ব্যবসাবান্ধব জাগো নিউজ