আজকের আলোচিত ছবি: ২৩ নভেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
![আজ দ্বাদশ জাতীয় সংসদের দলীয় প্রার্থী চূড়ান্ত করতে সকালে রাজধানীর তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়ন বোর্ড প্রধান হিসেবে শেখ হাসিনা সভাপতিত্ব করেন। ছবি: ইয়াসিন কবির জয়](https://cdn.jagonews24.com/media/PhotoGalleryNew/BG/2023March/daily-pic-1-20231123200552.jpg)
![আওয়ামী লীগবিরোধী ভোটের ওপর ভর করে জাতীয় পার্টি (জাপা) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বলে মনে করেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। আর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে দলটির মনোনয়ন বিক্রির শেষ দিনে সাংবাদিকদের এমন আশার কথা জানান চুন্নু। ছবি: মাহবুব আলম](https://cdn.jagonews24.com/media/PhotoGalleryNew/BG/2023March/daily-pic-2-20231123200604.jpg)
![রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ দুপুর ১২টা ৫৩ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ছবি: জাগো নিউজ](https://cdn.jagonews24.com/media/PhotoGalleryNew/BG/2023March/daily-pic-3-20231123200616.jpg)
![গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংস ঘটনার পর সারাদেশে গ্রেফতার ও মামলার সংখ্যা কমেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। ছবি: মাসুদ রানা](https://cdn.jagonews24.com/media/PhotoGalleryNew/BG/2023March/daily-pic-4-20231123200631.jpg)
![অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সিরিজ বিমান হামলায় প্রতিদিনই শত শত মানুষ প্রাণ হারাচ্ছে। সেখানে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় দীর্ঘ হচ্ছে লাশের সারি। ছবি: সংগৃহীত](https://cdn.jagonews24.com/media/PhotoGalleryNew/BG/2023March/daily-pic-5-20231123200643.jpg)
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।