নদী গর্জে ওঠে প্রতিদিন, কর্তারা ব্যস্ত ফাইল ও ফোনে
কুড়িগ্রামের চিলমারীর চরপাড়ায় প্রতিদিন নতুন করে ভাঙে হৃদয়, তলিয়ে যায় বসতঘর, হারিয়ে যায় প্রজন্মের স্মৃতি। ব্রহ্মপুত্রের ক্রমাগত গর্জনে কেঁপে ওঠে চরাঞ্চল, কিন্তু সেই শব্দ যেন পৌঁছায় না প্রশাসনিক ভবনের ঘন দেয়ালে। ভাঙনের তাণ্ডবে যখন ঘরহারা মানুষের কান্না ছড়িয়ে পড়ে বাতাসে, তখন সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যস্ত থাকেন রিপোর্ট পাঠানো, ফোন ধরার ভান কিংবা ফাইল ঘাটায়। দুই সপ্তাহ ধরে চলা এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আজও মেলেনি কার্যকর কোনো ব্যবস্থা, নেই উদ্ধার, নেই প্রতিরোধ। নদী তার খেয়াল খুশিমতো গিলে নিচ্ছে জনপদ, আর কর্তারা যেন দেখেও না দেখার অভিনয়ে পারদর্শী হয়ে উঠছেন। লেখা: জান্নাত শ্রাবণী; ছবি: রোকনুজ্জামান মানু
১/৮
২/৮
৩/৮
৪/৮
৫/৮
৬/৮
৭/৮
৮/৮