বইয়ের বদলে প্ল্যাকার্ড, শ্রেণিকক্ষের বদলে সড়কে ইউআইইউ শিক্ষার্থীরা
শিক্ষা যেখানে হওয়া উচিত শ্রেষ্ঠ আলোচনার মঞ্চ, সেখানে আজ প্রতিধ্বনিত হচ্ছে প্রতিবাদের স্লোগান। ক্লাসরুমের শান্ত টেবিল-চেয়ার ছেড়ে শিক্ষার্থীরা দাঁড়িয়েছে রাজপথে, হাতে বইয়ের বদলে প্ল্যাকার্ড, কণ্ঠে শোষণের বিরুদ্ধে প্রতিবাদ। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) বহিষ্কৃত সহপাঠীদের জন্য ন্যায়ের দাবিতে তারা নতুনবাজারে সড়ক অবরোধ করে দেখিয়ে দিচ্ছে-এই প্রজন্ম আর চুপ করে সহ্য করবে না। প্রশাসনিক স্থবিরতা আর দমননীতি পেছনে ফেলে, তারা চাইছে স্বচ্ছতা, অধিকার ও একটি নিরাপদ শিক্ষার পরিবেশ। ছবি: জান্নাত শ্রাবণী






