EN
  1. Home/
  2. ফটো গ্যালারি
  3. /বাংলাদেশ

পিরোজপুরের চাঁইয়ের হাট: ঐতিহ্যের মেলা আর সংকটের ছায়া

প্রকাশিত: ০৪:২১ পিএম, ২৫ জুন ২০২৫

বর্ষার আগমনেই পিরোজপুর সদর উপজেলার দামোদর নদীর পাড়ে প্রাণ ফেরে মাছ ধরার ফাঁদ ‘চাঁই’ এর হাটে। জেলার নানা প্রান্ত থেকে কারিগররা তৈরি করে আনে বাঁশের তৈরি এই চাঁই, যেগুলো মাছ ধরার সবচেয়ে জনপ্রিয় সরঞ্জাম। প্রতি সপ্তাহে রোববার ও বুধবার বসে এই চাঁইয়ের হাট, যেখানে হাজার হাজার চাঁই বিক্রি হয়। তবে জমজমাট বাজারের পেছনে বিক্রেতাদের মুখে দেখা যায় চিন্তার ছায়া। চাঁই তৈরির উপকরণের দাম আকাশছোঁয়া হওয়ায় উৎপাদনের খরচ বেড়ে গেছে অনেক গুণ। আর সঠিক মুল্য না পাওয়ায় বিক্রেতারা আর্থিকভাবে ক্ষতির মুখোমুখি হচ্ছেন। ছবি: মো. তরিকুল ইসলাম

 

আরও

সর্বশেষ