EN
  1. Home/
  2. ফটো গ্যালারি
  3. /বাংলাদেশ

মানবতার রক্তস্রোতে তৃতীয় লিঙ্গের উদারতা

প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২২ জুলাই ২০২৫

রক্তের কোনো লিঙ্গ নেই, মানবতারও নয়। যখন বাতাস ভারী হয়ে ওঠে বিমানের ধ্বংসস্তূপের ধোঁয়ায়, যখন হাসপাতালে দগ্ধ শিশুদের কান্নায় থমকে যায় সময়, তখন সমাজের এক অবহেলিত গোষ্ঠী সামনে এসে দাঁড়ায় নিঃশব্দে, নিঃস্বার্থে। তৃতীয় লিঙ্গের শতাধিক মানুষ এগিয়ে আসেন রক্ত দিতে শুধু একজন মানুষ হিসেবে, একজন সহমর্মী হৃদয় নিয়ে। যাদের দিকে আমরা সাধারণত তাকাই কৌতূহল, ভ্রুকুটি বা দূরত্বের চোখে-তারাই আজ হয়ে উঠেছেন মানবতার প্রতিচ্ছবি। এই ক্ষণের গল্প তাই শুধু দুর্ঘটনার নয়, বরং সামাজিক সংকীর্ণতার গায়ে একটি শক্তিশালী প্রশ্নের ছুরিও। লেখা: জান্নাত শ্রাবণী; ছবি: ইয়াসির আরাফাত

আরও

সর্বশেষ