মাইলস্টোন স্কুলের নীরবতা যেন এক গুমরে থাকা কান্না
আজ মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের চারপাশে ঘুরে দাঁড়ালে মনে হয়, এ যেন কোনো পরিত্যক্ত ভবন নয়-এ এক শূন্যতা, যাকে ছুঁয়ে আছে অসংখ্য অজানা প্রশ্ন আর অশ্রুসজল দৃষ্টির প্রতিচ্ছবি। শিক্ষার পবিত্র অঙ্গনটির সব গেট আজ তালাবদ্ধ। মেইন গেটসহ পাশের গেইটগুলোয় নেই সেই চিরচেনা কোলাহল, নেই ক্লাস শেষে একসাথে বের হয়ে আসা শিক্ষার্থীদের হর্ষধ্বনি। আছে শুধু থমথমে নিরবতা আর নিরাপত্তাকর্মীদের কঠোর মুখ। ছবি: মাহবুব আলম
১/৭
২/৭
৩/৭
৪/৭
৫/৭
৬/৭
৭/৭