৫ আগস্ট ভেঙেছিল ক্ষমতার দম্ভ
আগস্টের ওই দুপুরটা আর পাঁচটা দিনের মতো ছিল না। বাতাস ভারী ছিল কান্নায়, রাস্তাগুলো ভিজে ছিল রক্তে আর মানুষের চোখে ছিল বিস্ফোরণের মতো একরাশ সাহস। সেদিন ক্ষমতার চিরস্থায়ী মুখোশ খুলে পড়ে গিয়েছিল জনতার জোয়ারে। রাজার সিংহাসন কেঁপেছিল রাজপথের গর্জনে। যে শাসক ভাবতেন রাষ্ট্র মানেই আমি, আইন মানেই আমার ইচ্ছা। তার সেই অহংকার গুঁড়িয়ে দিয়েছিল হাজারো অচেনা তরুণের মুখ। যাদের হাতে ছিল না বন্দুক, ছিল রঙতুলি; যাদের মুখে ছিল না রাজনৈতিক ভাষণ, ছিল প্রতিজ্ঞা এই দেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। ২০২৪ সালের ৫ আগস্ট কেবল একটি দিন নয়। এটি এমন এক প্রতীক যেদিন ভয় পিছু হটেছিল, সাহস সামনে এসেছিল। রাষ্ট্রপ্রধানের পদত্যাগ নয়, সেদিন ছিল নাগরিক জাগরণের সেই মুহূর্ত যা কেবল ইতিহাসের পাতায় নয়, মানুষের বুকের ভেতর গেঁথে গেছে স্থায়ীভাবে। ছবি: জাগো নিউজ
১/১২
২/১২
৩/১২
৪/১২
৫/১২
৬/১২
৭/১২
৮/১২
৯/১২
১০/১২
১১/১২
১২/১২