মৌসুমি ফলে ভরপুর বাজার
ভাদ্র মাসের আগমন যেন বাজারে এক নতুন রঙের প্রাণ ফেরায়। এই সময় শহরের কোণায় কোণায় ফলের দোকানগুলো হয়ে ওঠে সজীব, মৌসুমি ফলে ভরপুর থাকে প্রতিটি স্টল। বাজার এখন তাল, জাম্বুরা, পেয়ারা, আমড়া, আনারস এসব ফলের রং, গন্ধ এবং স্বাদে ভরপুর। শুধু স্বাদেই নয়, এই ফলগুলো শরীরের জন্যও উপকারী। এগুলো আমাদের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং মনকে সতেজ করে তোলে। মৌসুমি ফলের এই ভরা বাজার, শুধুমাত্র মিষ্টি স্বাদ বা সজীবতা নিয়ে নয়, বরং আমাদের সুস্থ থাকার এক প্রাকৃতিক উপায় হিসেবেও কাজ করছে। ছবি: মাহবুব আলম
১/৯
২/৯
৩/৯
৪/৯
৫/৯
৬/৯
৭/৯
৮/৯
৯/৯