আজ যেন স্তব্ধ আগারগাঁও
আগারগাঁওয়ের সাধারণ দিনের চঞ্চলতা আজ যেন অদৃশ্য কোথাও থেমে গেছে। আদালতপাড়ার আশপাশে মানুষের আগ্রহ, উদ্বেগ আর প্রতীক্ষার চাপা উত্তেজনা মিলেমিশে তৈরি করেছে এক অস্বাভাবিক নীরবতা। অফিসমুখী ভিড় কম, যানবাহনের শব্দও যেন দূরে সরে গেছে। রায়ের অপেক্ষায় ঢাকার এই প্রশাসনিক এলাকা আজ ঠিক এমনই; নীরব, সতর্ক আর অদ্ভুতভাবে স্তব্ধ। ছবি: মো. সাইদ আহমেদ
১/৫
২/৫
৩/৫
৪/৫
৫/৫