EN
  1. Home/
  2. ফটো গ্যালারি
  3. /বাংলাদেশ

আগুনের ছাই পেরিয়ে বস্তিবাসীর জীবনের নতুন অধ্যায়

প্রকাশিত: ০২:৫৮ পিএম, ৩০ নভেম্বর ২০২৫

আগুন শুধু কাঠ-টিন নয়, মানুষের বছরের পর বছরের জমানো জীবনটাকেও মুহূর্তে ছাই করে দেয়। কড়াইল বস্তির সেই আগুনও তার ব্যতিক্রম ছিল না। পোড়া গন্ধ, ছাইয়ের ধোঁয়া আর ভাঙা ঘরের সামনে দাঁড়িয়ে থাকা মানুষ; সব মিলিয়ে দৃশ্যটা যেন এক অনন্ত শোকগাথা। তবু আশ্চর্য লাগে, সেই ধ্বংসস্তূপের মাঝেই যখন দেখা যায় কেউ হাতে নতুন চেয়ার নিয়ে ফিরছে, কেউ ধারে সংগ্রহ করা টাকায় আবার ছোট্ট চায়ের দোকান সাজাচ্ছে, কেউবা মাটির চুলা গড়ে রান্নার প্রস্তুতি নিচ্ছে-তখন বোঝা যায়, পুড়ে যাওয়া ঘরের পাশে সত্যিই নতুন করে সাজানো হচ্ছে স্বপ্নগুলো। বেঁচে থাকার অদম্য জেদ, কিছুটা হাসি, কিছুটা কান্না আর বিরামহীন শ্রম সব মিলিয়ে কড়াইলের সেই দুপুর আসলে মানুষের পুনর্জন্মের গল্প। আগুন তাদের ঘর কেড়ে নিয়েছে, কিন্তু স্বপ্ন দেখার ক্ষমতা কেড়ে নিতে পারেনি। ছবি: মাহবুব আলম

আরও

সর্বশেষ