হলিউডে অভিনয় করা প্রথম বাংলাদেশি অভিনেত্রীর জন্মদিন আজ
আশির দশকে বাংলাদেশের মঞ্চ নাটক এবং টিভি নাটকের একজন পরিচিত মুখ নায়লা আজাদ নূপুর। মঞ্চ নাটক ও টিভি নাটকের পাশাপাশি তিনি অসাধারণ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি শুধু দেশের নাটক-সিনেমাতেই অভিনয় করেননি, বরং হলিউড সিনেমা জগতেও তার পদচারণা রয়েছে। তিনিই হলিউডে অভিনয় করা প্রথম ও একমাত্র বাংলাদেশি। ছবি: সোশ্যাল মিডিয়া









