ফোক সংগীতের আইকন থেকে খুনের আসামির তালিকায় মমতাজ
বাংলাদেশের লোকসংগীতের জগতে মমতাজ বেগমের নাম একসময় ছিল অগ্রগণ্য। গানের কথা, সুর এবং সরল উপস্থাপনায় তিনি হয়ে উঠেছিলেন মানুষের হৃদয়ের কণ্ঠস্বর। ‘পান খাইয়া ঠোঁট লাল করছো’ থেকে ‘হাত বান্ধিবি’-এমন বহু জনপ্রিয় গানে উঠে এসেছে গ্রামীণ জীবনের গল্প, প্রেমের ব্যাকুলতা, আর জীবনসংগ্রামের চিত্র। এই শিল্পীই এখন শিরোনামে, তবে গানের জন্য নয় খুনের মামলায় আসামি হিসেবে তার নাম উঠে এসেছে। ছবি: ফেসবুক থেকে




