ঢাকা থেকে কলকাতা, মিথিলার গল্পটা সিনেমার চেয়েও রঙিন
জনপ্রিয় অভিনেত্রী ও সমাজকর্মী মিথিলার জন্মদিন আজ। ১৯৮৪ সালের এই দিনে ঢাকায় জন্ম তার। অভিনেত্রীর পুরো নাম রাফিয়াত রশিদ মিথিলা হলেও তাকে সবাই চিনে শুধু ‘মিথিলা’ নামে। একটি ছোট্ট নাম, যার মধ্যে লুকিয়ে আছে বহুমাত্রিক এক জীবনের রঙিন অধ্যায়। কখনো তিনি গানের স্টেজে, কখনো নাটকের ক্যামেরার সামনে, আবার কখনো বিশ্ববিদ্যালয়ের লেকচার হলে। শুধু একপাশে থেকে তিনি চলেননি, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রেই নিজের উপস্থিতিকে পরিপূর্ণভাবে ছড়িয়ে দিয়েছেন। ঢাকা থেকে কলকাতা পর্যন্ত তার পথচলা, প্রেম, কাজ আর পারিবারিক গল্প; সব মিলিয়ে মিথিলার জীবন যেন বাস্তবের সেই সিনেমা, যেখানে প্রতিটি দৃশ্যেই আছে মোড় ঘোরানো চমক। ছবি: ইনস্টাগ্রাম থেকে
১/১৩
২/১৩
৩/১৩
৪/১৩
৫/১৩
৬/১৩
৭/১৩
৮/১৩
৯/১৩
১০/১৩
১১/১৩
১২/১৩
১৩/১৩