মঞ্চ থেকে মহাকাব্যে, হুমায়ুন ফরীদি ছিলেন একাই এক মহাবিশ্ব
চোখে ছিল অদ্ভুত এক আগুন, কণ্ঠে ছিল শিহরণ জাগানো জোর আর অভিনয়ে ছিল বিপ্লবের গন্ধ। তিনি যখন মঞ্চে উঠতেন, শব্দ থেমে যেত; তিনি যখন পর্দায় আসতেন, চরিত্র হয়ে উঠত জীবন্ত। বলছি কিংবদন্তী অভিনেতা হুমায়ুন ফরীদির কথা। তিনি বাংলাদেশের অভিনয় জগতের এমন এক বিস্ময়, যিনি নিজেই ছিলেন এক চলমান মহাবিশ্ব। কোথাও তিনি এক মূর্তিমান দানব, আবার কোথাও গভীর মানবিকতার প্রতিচ্ছবি। নাটক, চলচ্চিত্র কিংবা টেলিভিশন-সব জায়গায় নিজের উপস্থিতি এমনভাবে ছড়িয়ে দিয়েছিলেন, যেন সময়কে ছুঁয়ে থাকাই ছিল তার শিল্প। আজ বিশেষ এই মানুষটির জন্মদিন। তার জন্মদিনে আমরা শুধু একজন অভিনেতাকে নয়, অভিনয়ের এক অনন্য ধারাকে স্মরণ করি-যার শুরু মঞ্চে, বিস্তার মহাকাব্যের মতো। ছবি: সংগৃহীত
১/১৩
২/১৩
৩/১৩
৪/১৩
৫/১৩
৬/১৩
৭/১৩
৮/১৩
৯/১৩
১০/১৩
১১/১৩
১২/১৩
১৩/১৩