EN
  1. Home/
  2. ফটো গ্যালারি
  3. /বিনোদন

নব্বইয়ের ক্যানভাসে আঁকা নাম মৌ, আজও আলো ছড়ান তিনি

প্রকাশিত: ১২:১৭ পিএম, ২১ জুন ২০২৫

নব্বইয়ের দশকে যখন বাংলাদেশের ফ্যাশন ও বিনোদন জগতে পরিবর্তনের হাওয়া বইছিল, তখন এক তরুণী তার অনন্য উপস্থিতি, আত্মবিশ্বাসী চোখ এবং নীরব সৌন্দর্য দিয়ে মন জয় করে নিয়েছিলেন পুরো জাতির। র‍্যাম্প হোক বা ক্যামেরার সামনে, তিনি যেন নিজেই এক চলমান শিল্পকর্ম। তিনি সাদিয়া ইসলাম মৌ। যার নামই যেন রুচি, সৌন্দর্য আর শৈলীর প্রতীক। আজও সেই দীপ্তি ম্লান হয়নি। সময় গড়িয়েছে, প্রজন্ম বদলেছে, কিন্তু মৌ যেন থেকে গেছেন চিরসবুজ এক অনুপ্রেরণা হয়ে। জন্মদিনে দেখুন তার সেই নান্দনিক যাত্রা, যেখানে মডেলিং ছিল রঙ, অভিনয় ছিল ক্যানভাস-আর মৌ ছিলেন সেই নিঃশব্দ কিন্তু অবিচল শিল্পী। ছবি: ফেসবুক থেকে

আরও

সর্বশেষ