নীরব ঢেউয়ের পাশে মিমের নিঃশব্দ দর্শন
ঢেউয়ের একটানা শব্দ, আকাশজোড়া নীল, আর নির্জন সমুদ্রতীর-এই সবকিছু মিলিয়ে তৈরি হয় এক ধ্যানমগ্ন অনুভূতির আবহ। ঠিক এমন এক মুহূর্তেই ক্যামেরাবন্দি হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ বিদ্যা সিনহা মিম। শ্রীলঙ্কার সমুদ্রতীর থেকে পোস্ট করা তার ছবিগুলো যেন নিছক ভ্রমণচিত্র নয়, বরং একের পর এক ছন্দবদ্ধ গল্প-কখনো নিঃসঙ্গতা, কখনো প্রশান্তি, আবার কখনো আত্মউপলব্ধির ছোঁয়া। ছবি: ফেসবুক থেকে






