কনার জীবনে ‘দুষ্টু কোকিল’ এর ছায়া, বিয়ের ৬ বছর পর ভাঙন
গানের মঞ্চে যিনি কণ্ঠে ছড়িয়ে দেন সুরের জাদু, সেই দিলশাদ নাহার কনার ব্যক্তিগত জীবনে এখন বিষাদের সুর। জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’ এর মাধ্যমে যে কনা একসময় দর্শক-শ্রোতার হৃদয়ে ঝড় তুলেছিলেন, সেই গানের নামেই যেন আজ ঘুরে ফিরে আসছে তার জীবনের বাস্তবতা। গোলাম মো. ইফতেখার গহীনের সঙ্গে দীর্ঘ সাত বছরের প্রেম আর ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি। তবে শুধু বিচ্ছেদ নয়, গুঞ্জন উঠেছে কোনো ‘দুষ্টু কোকিল’-এর উদাসী ডাকেই কি ভাঙল এই সম্পর্কের বন্ধন? শিল্পীর জীবনের এই মোড় ভক্ত-অনুরাগীদের মনে তৈরি করছে নানা প্রশ্ন আর কৌতূহল। ছবি: ফেসবুক থেকে
১/৭
২/৭
৩/৭
৪/৭
৫/৭
৬/৭
৭/৭