EN
  1. Home/
  2. ফটো গ্যালারি
  3. /বিনোদন

মধ্যবিত্তের হাসি-কান্নার মুখপাত্র রওনক

প্রকাশিত: ০৪:২৯ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের নাট্যজগতে এম এম কামরুল হাসান রওনক এমন এক নাম, যিনি অভিনয়ের মাধ্যমে যেন আঁকেন মধ্যবিত্ত জীবনের প্রতিচ্ছবি। তার চরিত্রগুলোতে থাকে হাসি-কান্নার টানাপোড়েন, থাকে সংসারের ছোট ছোট স্বপ্ন আর বাস্তবতার কঠিন বোঝা। কখনও তিনি হয়ে ওঠেন নিরুপায় স্বামী, কখনও বা ভরসাহীন তরুণ; আবার কখনও দর্শকের মুখে হাসি ফোটান সহজ-সরল সংলাপে। রওনকের অভিনয়ে যেমন পাওয়া যায় মধ্যবিত্তের হাহাকার, তেমনি পাওয়া যায় তাদের অদম্য জীবনীশক্তি। তিনি শুধু অভিনয় করেন না, বরং জীবনের গল্পকে জীবন্ত করে তোলেন। আজ এই গুণী শিল্পীর জন্মদিন ছবি: ফেসবুক থেকে

 

আরও

সর্বশেষ