EN
  1. Home/
  2. ফটো গ্যালারি
  3. /বিনোদন

মূকাভিনয় থেকে পর্দার নায়ক, খায়রুল বাসারের অভিনয় নন্দন

প্রকাশিত: ১১:০৪ এএম, ০১ ডিসেম্বর ২০২৫

মূকাভিনয়ের নিঃশব্দ মঞ্চ থেকে শুরু হয়েছিল খায়রুল বাসারের যাত্রা। সেখানে শব্দ ছিল না, সংলাপও নয়; শুধু দেহভঙ্গি, নীরব অনুভব আর নিখুঁত অভিব্যক্তি। সেই নীরবতার গভীরতাই একদিন তাকে নিয়ে এসেছে ক্যামেরার সামনে, নাটক-ওয়েব কনটেন্টের আলোয়। আজ বাংলা অভিনয়জগতের যে কয়েকজন শিল্পী বাস্তব অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন, খায়রুল বাসার তাদের অন্যতম। কৃত্রিমতা নয়, চরিত্রকে জীবন্ত করে তোলা-এই সহজাত ক্ষমতার কারণেই তিনি হয়ে উঠেছেন সময়ের অন্যতম সম্ভাবনাময় মুখ। তার অভিনয় তাই শুধু দেখা নয়, অনুভব করার মতো এক অভিজ্ঞতা-নন্দনীয়, স্বতঃস্ফূর্ত, এবং গভীর। ছবি: ফেসবুক থেকে

 

আরও

সর্বশেষ