EN
  1. Home/
  2. ফটো গ্যালারি
  3. /বিনোদন

ফ্যাশন নয়, যেন চিত্রপট! লন্ডনে জাহ্নবীর স্টাইলে মুগ্ধ মঞ্চ

প্রকাশিত: ১০:৩৩ এএম, ১৭ জুন ২০২৫

কালো পোশাকে যেন রঙিন ক্যানভাসের ছোঁয়া। লন্ডনের রাজপথে একটুখানি থমকে গিয়েছিল সময়, যখন মিউ মিউ স্টোর উদ্বোধনে হাজির হন জাহ্নবী কাপুর। তার উপস্থিতি শুধুই ফ্যাশনের প্রদর্শনী নয়, ছিল যেন এক জীবন্ত শিল্পকর্ম। পোশাকের প্রতিটি ছাঁট, অ্যাকসেসরিজের প্রতিটি সংযোজন আর চোখে-মুখে বয়ে যাওয়া আত্মবিশ্বাস একত্রে রচনা করেছিল এক আধুনিক সৌন্দর্যগাথা। দর্শক-আলোচক, ক্যামেরা-লাইট-সবাই যেন মুহূর্তে ভুলে গিয়েছিল এটা কোনো সাধারণ সেলিব্রেটির রেড কার্পেট লুক; মনে হচ্ছিল, চিত্রপটে আঁকা এক সাহসী নারীর প্রতিচ্ছবি। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

 

আরও

সর্বশেষ