EN
  1. Home/
  2. ফটো গ্যালারি
  3. /বিনোদন

ভারতী সিং: ‘লাফটের কুইন’ যিনি কাঁপিয়ে দিয়েছেন কমেডি জগৎ

প্রকাশিত: ০২:০৭ পিএম, ০৩ জুলাই ২০২৫

হাসি যে কেবল বিনোদন নয়, বরং প্রতিবাদের ভাষা, আত্মবিশ্বাসের প্রকাশ-তা বারবার প্রমাণ করেছেন ভারতী সিং। একসময় যিনি নিজের ওজন নিয়ে শুনতেন ঠাট্টা-তামাশা, আজ তিনি সেই ‘ওজন’কেই করেছেন নিজের ব্র্যান্ড। টেলিভিশনের রঙিন পর্দায় একের পর এক কমেডি চরিত্রে তিনি যেন বিদ্রূপ, ব্যঙ্গ আর আত্ম-উপহাসের এক জীবন্ত প্রতিমা। কিন্তু তার কৌতুকের আড়ালে লুকিয়ে আছে এক সংগ্রামী নারীর গল্প; যিনি দারিদ্র্য, সমাজের বাঁকা দৃষ্টি আর স্টিরিওটাইপকে উপেক্ষা করে গড়ে তুলেছেন নিজের হাসির সাম্রাজ্য। তিনি শুধু কৌতুক করেন না, তিনি সাহস জোগান; তিনি কাঁদান না, বরং চোখে আনেন আনন্দাশ্রু। ভারতী সিং একজন নারী, যিনি কাঁপিয়ে দিয়েছেন পুরো কমেডি জগৎ। আজ তার জন্মদিন। ছবি: ইনস্টাগ্রাম থেকে

 

আরও

সর্বশেষ