EN
  1. Home/
  2. ফটো গ্যালারি
  3. /বিনোদন

দীপঙ্কর দে: নায়ক না হয়েও যিনি ছিলেন গল্পের মেরুদণ্ড

প্রকাশিত: ১২:৪০ পিএম, ০৫ জুলাই ২০২৫

আলোর কেন্দ্রে থাকার জন্য সব সময় নায়ক হওয়া জরুরি না। কখনও কখনও ছায়ার গভীরতাতেই লুকিয়ে থাকে চরিত্রের আসল শক্তি। দীপঙ্কর দে ঠিক তেমনই এক শিল্পীর নাম, যিনি কখনও রঙিন পোস্টারে প্রথম সারির নায়ক ছিলেন না, কিন্তু প্রতিটি দৃশ্যের মেরুদণ্ড হয়ে থেকে গেছেন চুপচাপ, দৃঢ় ও বিশ্বাসযোগ্য অভিনয়ে। বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের শত শত চরিত্রে তিনি ঢেলে দিয়েছেন বাস্তবতার ছোঁয়া, এক চিলতে আবেগ, একরাশ নির্ভরতা। দীপঙ্কর দে ছিলেন সেই শিল্পী, যিনি নিজের চরিত্রকে কখনও ‘চরিত্র’ মনে করতেন না, বরং বাঁচিয়ে তুলতেন এক নিখুঁত মানবিকতা দিয়ে। তাই তো আজও তার অভিনীত দৃশ্যগুলো আমাদের মনে দাগ কেটে থাকে, বারবার ফিরে দেখা হয় পর্দার সেই নিরব অথচ গভীর শিল্পীকে। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে

 

আরও

সর্বশেষ