EN
  1. Home/
  2. ফটো গ্যালারি
  3. /বিনোদন

ভক্তদের চোখে শাহরুখ শুধু তারকা নন, আবেগের নাম

প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২০ জুলাই ২০২৫

চোখে গভীর চাহনি, ঠোঁটে সেই চিরচেনা হাসি আর পর্দা কাঁপানো উপস্থিতি-সব মিলিয়ে শাহরুখ খান শুধু একজন নায়ক নন, তিনি হয়ে উঠেছেন কোটি ভক্তের হৃদয়ের এক আবেগ। কেউ তাকে দেখে প্রথম প্রেমের অনুভূতি খুঁজে পান, কেউবা অনুপ্রেরণা। দিলওয়ালে রাজ হোক বা ‘পাঠান’ এর দুর্ধর্ষ অ্যাকশন হিরো, প্রতিটি রূপেই দর্শক খুঁজে পেয়েছেন একটিই নাম কিং খান। তার স্টাইল, সংলাপ, কিংবা জীবনদর্শন সবই আজ রীতিমতো ‘আইকনিক’। গ্যালারির প্রতিটি ছবিতেই যেন ধরা পড়েছে সেই আবেগের ছোঁয়া, যে ভালোবাসা এক যুগ, দুই যুগ নয়, টানা তিন দশক ধরে অটুট। ছবি: ইনস্টাগ্রাম থেকে

 

আরও

সর্বশেষ