EN
  1. Home/
  2. ফটো গ্যালারি
  3. /বিনোদন

শান্ত সৌন্দর্যের ঝলক, কিয়ারার ভিন্নধর্মী বলিউড উপস্থিতি

প্রকাশিত: ১১:১৫ এএম, ৩১ জুলাই ২০২৫

কান্নার দৃশ্যেও তার চোখে থাকে এক অপূর্ব প্রশান্তি। প্রেমে পড়া দৃশ্যেও সে কাঁপে না, বরং তাকিয়েই গল্প বলে দেয়। বলিউডের যে কটি মুখ কম শব্দে, কম রঙে, নীরব সৌন্দর্যে দর্শকের মন জয় করে নিয়েছে, কিয়ারা আদবানি নিঃসন্দেহে তাদের একজন। বলিউডের রঙিন জগতে প্রতিনিয়তই নতুন মুখ আসছে, কেউ ঝলকে হারিয়ে যাচ্ছে, কেউ আলোয় ফুটছে। তবে কিয়ারা আদভানির যাত্রাটা ঠিক স্রোতের মতো নয়, বরং মৃদু অথচ দৃঢ়। তিনি চিৎকার করেন না, চরিত্রে নিজেকে গলিয়ে দেন। চমক দিয়ে নয়, ধৈর্য দিয়ে তিনি তৈরি করেছেন নিজস্ব জায়গা। ছবি: ইনস্টাগ্রাম থেকে

আরও

সর্বশেষ