ভাঙা হৃদয়ের নায়িকা, অমর ভালোবাসার নাম মীনা কুমারী
যাদের হৃদয় কাঁদতে জানে, তাদের পক্ষে মীনা কুমারীকে ভোলা কখনোই সম্ভব নয়। রুপালি পর্দার ট্র্যাজেডি কুইন, যিনি ছিলেন শুধু একজন অভিনেত্রী নন, একজন কবি, প্রেমিকা, ব্যথিত আত্মা। যার চোখে ছিল দীর্ঘশ্বাস, হাসিতে ছিল বিষাদ, আর অভিনয়ে ছিল জীবনের রক্ত-মাংস ছোঁয়া বাস্তবতা। মীনা কুমারী ছিলেন এমন এক নাম, যার ব্যক্তিগত জীবন যেন হুবহু মিল খুঁজে পায় তার সিনেমার চরিত্রগুলোর সঙ্গে। ভাঙা হৃদয়ের এক নিঃসঙ্গ রমণী, যার ভালোবাসা অপূর্ণ কিন্তু তার ভালোবাসার শক্তিই তাকে অমর করে রেখেছে। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
১/৯
২/৯
৩/৯
৪/৯
৫/৯
৬/৯
৭/৯
৮/৯
৯/৯