টরন্টোতে জাহ্নবীর রাজকীয় উপস্থিতি
টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জাহ্নবী কাপুর হাজির হয়েছেন এমন এক লুকে, যা কেবল লাল গালিচার চমক নয়, বরং ভারতীয় হস্তশিল্পের সূক্ষ্ম সৌন্দর্যকেও ফুটিয়ে তুলেছে। আবু জানি ও সন্দীপ খোসলার হাতের তৈরি শিফন জামাওয়ার শাড়িতে সাজতে গিয়ে তিনি সকল ফ্যাশনপ্রেমীর নজর কাড়েন। স্টাইলিংয়ে ছিলেন রিয়া কাপুর, যিনি ঐতিহ্যের গভীরতা এবং সমকালীন গ্ল্যামারের নিখুঁত সমন্বয়ে এই লুকটি রচনা করেছেন। ছবি: জাহ্নবীর ইনস্টাগ্রাম থেকে
১/৫
২/৫
৩/৫
৪/৫
৫/৫