শান্ত পাহাড় থেকে বলিউডের পর্দা, ইয়ামির এক পরিণত যাত্রা
বলিউডে এমন কিছু মুখ আছে যাদের উপস্থিতি কখনো কোলাহল সৃষ্টি করে না, তবুও নিঃশব্দে দর্শকের মন কাড়ে। ২৮ নভেম্বর জন্ম নেওয়া ইয়ামি গৌতম ঠিক সেই বিরল মানুষদের একজন, যিনি গ্ল্যামারের মৌলিক শব্দগুলোকে নীরব সৌন্দর্যে পুনর্নির্ধারণ করেছেন। তাকে ঘিরে কোনো বিতর্ক নেই, অতিরঞ্জিত প্রচার নেই, আছে শুধু অভিনয়ের প্রতি একনিষ্ঠ ভালোবাসা আর স্বতঃস্ফূর্ত উপস্থিতি। বিশেষ এই দিনে তাই তার যাত্রার গল্পটিও নতুন করে বলতেই হয়। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
১/৯
২/৯
৩/৯
৪/৯
৫/৯
৬/৯
৭/৯
৮/৯
৯/৯