ড. আস্টানা থেকে গুরু ভাইরাস, বোমান ইরানির রঙিন চরিত্রভুবন
বলিউডে এমন কিছু অভিনেতা আছেন, যাদের উপস্থিতি চলচ্চিত্রের গতি বদলে দেয়। গল্প এগিয়ে যাক কিংবা স্থির থাকুক, তারা পর্দায় এলেই দৃশ্য জীবন্ত হয়ে ওঠে। বোমান ইরানি সেই বিরল শিল্পীদের একজন, যিনি চরিত্রের ধরন নয়, চরিত্রের প্রাণ নির্মাণে বিশ্বাস করেন। কখনো উগ্র অথচ হাস্যকর ড. আস্টানা, কখনো আবার হিসেবি গুরু ভাইরাস; এ দু’টির মধ্যকার বিস্তর ব্যবধানকে তিনি অনায়াসে পেরিয়ে গেছেন অভিনয়ের নিখুঁততায়। বৈচিত্র্যময় চরিত্রচয়ন, গভীর পর্যবেক্ষণ আর অভিনয়শিল্পের প্রতি অগাধ নিষ্ঠা তাকে বলিউডে প্রতিষ্ঠিত করেছে এক বহুরূপী ও বহুমাত্রিক অভিনেতা হিসেবে। তার জন্মদিনে ফিরে দেখা যায় সেই রঙিন চরিত্রভুবন, যা প্রতিবার নতুন করে বিস্মিত করে দর্শকদের। ছবি: অভিনেতার ফেসবুক থেকে
১/৯
২/৯
৩/৯
৪/৯
৫/৯
৬/৯
৭/৯
৮/৯
৯/৯