ছয় রূপে কানে নজর কাড়লেন সাবেক মিস আয়ারল্যান্ড প্রিয়তি
আন্তর্জাতিক গ্ল্যামার দুনিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আবারও আলোচনায় মাকসুদা আখতার প্রিয়তি। কানের লাল গালিচায় এবার দশমবারের মতো হাঁটলেন তিনি। প্রতিবারের মতো এবারও নজরকাড়া ছয়টি ভিন্ন লুক ও বার্তা নিয়ে কানের রূপালি পর্দায় নিজেকে উপস্থাপন করেছেন সাবেক মিস আয়ারল্যান্ড। কখনো টেকসই ফ্যাশনের বার্তা, কখনো ক্লাসিক গ্ল্যামার, প্রতিটি সাজেই ছিল স্বকীয়তা আর সৌন্দর্যের নতুন সংজ্ঞা। তবে এবারের যাত্রা ছিল চ্যালেঞ্জে ভরা; বড় টেল ও ভলিউমযুক্ত গাউন নিষিদ্ধ হওয়ার ঘোষণায় দুশ্চিন্তায় পড়েছিলেন তিনি। তবু সব সামলে সাহসিকতা ও স্টাইলের দ্যুতি নিয়ে কানে আরেকটি স্মরণীয় অধ্যায় যুক্ত করলেন প্রিয়তি। ছবি: মাকসুদা আখতার প্রিয়তীর ইনস্টাগ্রাম থেকে
১/১১
২/১১
৩/১১
৪/১১
৫/১১
৬/১১
৭/১১
৮/১১
৯/১১
১০/১১
১১/১১