গাউন থেকে ডেনিম টপ, হান্দের প্রতিটি লুকই অনন্য
হান্দে এর্চেল শুধু ক্যামেরার ফ্রেমে আবদ্ধ কোনো তারকা নন, বরং চলমান প্রতিটি মুহূর্তে তিনি নিজেই এক ফ্যাশন ভাষ্যকার। এই তুর্কি রূপসী গাউনের রাজকীয়তায় যেমন মোহিত করেন, তেমনি ডেনিম টপের সহজাত স্টাইলে দেখিয়ে দেন স্বাভাবিকতাও হয়ে উঠতে পারে সৌন্দর্যের পরিচয়। রঙ, পোশাক কিংবা মুড, যে কোনো কিছুতে হান্দে নিজের স্বকীয়তা মিশিয়ে তোলেন এক অনন্য দৃষ্টান্ত। তাই তার প্রতিটি লুক শুধু ফ্যাশনের ছাঁচে পড়া নয়, বরং তা হয়ে ওঠে একেকটি আত্মপ্রকাশের গল্প, আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। ইনস্টাগ্রাম বা রেড কার্পেট-হান্দে জানেন, কীভাবে নিজেকে তুলে ধরতে হয় এক স্টাইল আইকন হিসেবে, বারবার নতুনভাবে। ছবি: ইনস্টাগ্রাম থেকে











