EN
  1. Home/
  2. ফটো গ্যালারি
  3. /বিনোদন

জর্জ মাইকেল শুধু প্রেম নয়, গেয়েছেন প্রতিবাদের গানও

প্রকাশিত: ০১:৩০ পিএম, ২৫ জুন ২০২৫

জর্জ মাইকেলের নাম শুনলেই অনেকের মনে ভেসে ওঠে ‘কেয়ারলেস হুইসপার’ এর রোমান্টিক সুর, ‘লাস্ট ক্রিসমাস’-এর স্মৃতিমাখা প্রেম। কিন্তু প্রেমের ওই মায়াবী কণ্ঠই একদিন হয়ে উঠেছিল প্রতিবাদের ভাষা। তিনি শুধু ভালোবাসার গল্প শোনাননি, প্রশ্ন তুলেছেন সমাজে চলে আসা বৈষম্য আর নিপীড়নের বিরুদ্ধে। গানের অঙ্গনকে করেছেন মুক্তচিন্তার প্ল্যাটফর্ম। ‘প্রেয়িং ফর টাইম’, ‘শুট দ্য ডগ’ কিংবা ‘ফ্রিডম! নব্বই দশকের প্রতিটি গান যেন ছিল সমাজের খোলস ভাঙার এক সাহসী প্রচেষ্টা। তাই বলা যায়, জর্জ মাইকেল কেবল একজন গায়ক নন; তিনি এক প্রতিবাদী শিল্পী, যিনি গানের মধ্য দিয়েই উচ্চারণ করেছেন নিজের অবস্থান। আজ তার জন্মদিন। বিশেষ এই দিনে ফিরে দেখা যাক গানের এক বিপ্লবীর জীবন। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে

 

আরও

সর্বশেষ