জন্মদিনে জানুন হলিউডের ‘বার্বি’ মার্গো রবির অজানা অধ্যায়
চকচকে পর্দায় তাকে দেখে মনে হয় যেন কোনো রূপকথার চরিত্র হেঁটে এসেছে বাস্তব জগতে। কিন্তু মার্গো রবি শুধু রূপেই নয়, মননে, প্রতিভায় ও সাহসে হয়ে উঠেছেন এই সময়ের অন্যতম প্রভাবশালী অভিনেত্রী। ‘বার্বি’ চরিত্রে দ্যুতি ছড়ানো এই অস্ট্রেলিয়ান তারকার পথচলা মসৃণ ছিল না। ছিল সংগ্রাম, আত্মসংযম, আর নিজের মতো করে গড়ে তোলার এক অবিরাম প্রচেষ্টা। চলুন জন্মদিনে জেনে নেই এই হলিউড সুপারস্টারের জীবনের কিছু অজানা, অবিশ্বাস্য আর অনুপ্রেরণাদায়ী অধ্যায়-যা হয়তো পর্দায় দেখা যায় না, কিন্তু গভীরভাবে ছুঁয়ে যায় হৃদয়। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
১/৬
২/৬
৩/৬
৪/৬
৫/৬
৬/৬