নায়ক নয়, সময়কে ধারণ করা এক অভিনেতা
হলিউডে বহু অভিনেতা আসে, জনপ্রিয় হয়, আবার হারিয়েও যায়। কিন্তু খুব কম শিল্পীই আছেন, যারা সময়ের সঙ্গে নিজেদের বদলে নিতে পারেন এবং প্রতিটি দশককে নিজের অভিনয়ে ধারণ করতে পারেন। ব্র্যাড পিট ঠিক তেমনই একজন। তিনি কেবল রূপ বা তারকাখ্যাতির ওপর ভর করে টিকে থাকেননি; বরং প্রতিটি বয়সে, প্রতিটি সামাজিক পরিবর্তনের ভেতর দিয়ে নিজের অভিনয়কে নতুন মাত্রা দিয়েছেন। রোমান্টিক নায়ক থেকে জটিল, ভাঙা কিংবা নীরব চরিত্র; সময়ের গল্পকে নিজের শরীরী ভাষায় তুলে ধরাই তার অভিনয়ের সবচেয়ে বড় সাফল্য। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
১/৯
২/৯
৩/৯
৪/৯
৫/৯
৬/৯
৭/৯
৮/৯
৯/৯